Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: বাংলাদেশের ভয়াবহ শিল্প দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসের চতুর্থ বার্ষিকী স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো।

সোমবার সকালে রানা প্লাজার অস্থায়ী শহিদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় হতাহত শ্রমিকদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।

বাংলাদেশ গার্মেন্ট আন্ড শিল্প ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের সভাপতি সৌমিত্র কুমার দাস, সাভার আশুলিয়ার শ্রমিক জোটের সভাপতি মাহবুবা আক্তার লিপি, সাভার ও আশুলিয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় শ্রমিক নেতারা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি জানান।

একই সঙ্গে তারা সরকারকে ভবন ধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।

শ্রদ্ধা নিবেদনের পর রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দাঁড়াতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, পুলিশ রানা প্লাজার সামনে তাদের কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। এমনকি কাউকে দাঁড়াতেও দিচ্ছে না। সাজোয়া যান নিয়ে অবস্থান করছে।

তবে পুলিশের দাবি, যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে কাউকে কর্মসূচি করতে দেয়া হচ্ছে না।

এদিকে শ্রমিক নেতারা সোমবার সাভার ও আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধের আহ্বান জানালেও সেটি কার্যকর হয়নি। সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, যানজট ও অপ্রীতিতকর ঘটনা এড়াতে আমরা শ্রমিকদের কাউকে রানা প্লাজার সামনে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছি না।