Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

BUET donation (2)

খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: পূবালী ব্যাংক লিমিটেড সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগকে ০৫(পাঁচ) লাখ টাকার অনুদান দিয়েছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী বুয়েট এর সিএসই বিভাগ প্রধান প্রফেসর ড. এম. সোহেল রহমানের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বুয়েট এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি’র ডীন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক আবু হাবিব খাইরুল কবীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রাামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রাামিং প্রতিযোগিতা (আইসিপিসি  ACM-ICPC) তে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ‘বুয়েট রায়ো’ দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগীতায় বুয়েটের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সহযোগীতা হিসেবে এই অনুদানের অর্থ ব্যয় হবে।