Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: 29প্রচন্ড ঝড়ে কাল বৈশাখী ঝড়ের কবলে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের পাঁচটি লন্ডভন্ড হয়েছে। এতে ওই এলাকার ৩০/৩৫টি ঘরবাড়ি বিধ্বস্তসহ গাছপালা, উঠতি বোরো ধান ও ভুট্রার ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার ভোর থেকে থেমে থেমে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়, চলে সকাল ৯টা পর্যন্ত। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহ সংশি¬ষ্টরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
সিংড়ার ৩নং ইটালি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজ ভোর বেলায় উত্তর-পশ্চিম দিক থেকে প্রবল বেগে কালবৈশাখী ঝড় আর বৃষ্টি শুরু হয়। এই ঝড়ের কবলে পড়ে ইটালি ইউনিয়নের মানিকদিঘি, পাকুরিয়া, কালাইকুড়ি, সাতনদিঘি ও বিক্রমপুর গ্রামের অন্তত ৩৫/৩৫ ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য ঘরবাড়ির টিনের চালা উড়ে গেছে। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা এবং ফসলের মাঠে উঠতি বোরো ধান ও ভুট্রার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। পাশাপাশি এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি জানান, ঝড় ও বৃষ্টি থামার পরপরই ক্ষতিগ্রস্তরা তাদের ঘরবাড়ি মেরামত করতে ব্যস্ত হয়ে পড়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পিআইও, কৃষি অফিসারসহ সংশি¬ষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, ঝড়ের কারনে ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়ায় এলাকার অনেকেই খোলা আকাশের নিচে আসে। যথাসময়ে মেরামত করা না গেলে আবারও তাদের বৃষ্টির পানিতে ভিজতে হবে।
সিংড়া উপজেলা কৃষি অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, ঝড়ে বোরো ধান মাটিতে শুয়ে পড়ে কিছুটা ক্ষতি হয়েছে। তবে ব্যাপব ভাবে কোন ক্ষয়-ক্ষতি হয়নি। বৃষ্টিপাত আর না হলে এবং রোদ হলেই বোরোর সমস্যা কেটে যাবে। ইতিমধ্যে কৃষকরা বোরো ধান কাটতে শুরু করেছেন। তেমন ক্ষতি না হলেও কৃষকের লেবার খরচ বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের ঝড়ে ইটালি ইউনিয়নের পাঁচটি গ্রামের ৩০/৩৫টি বাড়ির চালা উড়ে গেছে। অসংখ্য গাছ-পালা ভেঙ্গে গেছে। বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে পিআইও এবং কৃষি কর্মকর্তাকে নিদের্শ দেওয়া হয়েছে। তারা ওই এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা করছেন। তাদের তালিকা পেলেই ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।