Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: 30নাটোরের বড়াইগ্রামে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী জেসমিন আক্তার (২২) কে তিন বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রেজাউল করিম এই আদেশ দেন।
২০০৮ সালে লক্ষীপুর উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সেলিম হোসেনের সাথে পার্শ্ববর্তী লক্ষিপুর গ্রামের লোকমান ফকিরের মেয়ে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর জেসমিন জানতে পারে যে সেলিম হোসেন নেশাগ্রস্থ। নেশার টাকা যোগাড় করতে সেলিম হোসেন চাল সহ পরিবারের বিভিন্ন জিনিস স্ত্রীর অগোচরে বিক্রি করতেন। এনিয়ে প্রায়ই তাদের পারিবারিক কলহ হত। ২০১৪ সালের ১৭ জুন বিকেলে সেলিম হোসেন ঘরে থাকা চাউল বিক্রি করে নেশার টাকা দিতে বললে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সেলিম হোসেন। পরদিন ভোরে সেলিম বাড়ি ফিরে আসলে স্ত্রী জেসমিনের সাথে আবারও দু’জনের বাকতিন্ডা শুরু হয়। এক পর্যায়ে জেসমিন ঘরে থাকা ঘাস কাটা হাসুয়া দিয়ে স্বামী সেলিম হোসেনকে কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা চিৎকার শুনে পরে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় সেলিম হোসেনের মা শানু বেগম বাদী হয়ে জেসমিনকে আসামী করে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এই রায় দেন।