খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: হুমায়রা বিনতে হাসান প্রমি এবার জেএসসি-২০১৬ইং অনুষ্ঠিত পরীক্ষায় ভিকারুন্নেছা নুন স্কুল এ্যান্ড কলেজ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। যশোর নিবাসি বিশিষ্ঠ রাজনীতিবিদ ও ব্যবসায়ী জনাব কামরুল হাসান বারী এবং বেগম রাজিয়া সুলতানা (সরকারী কর্মকর্তা) এর কনিষ্ঠা কন্যা।
প্রমি সাংস্কৃতিক অঙ্গনে গান, অভিনয়, আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা এবং কবিতা, গল্প লেখা বিভিন্ন আঙ্গিকে তার মেধার স্বাক্ষর অত্যান্ত সমুজ্জ্বল। সে বড় হয়ে যে কোন মহৎ পেশার মাধ্যমে দেশের সেবা করতে চায়। প্রমি সবার দোয়া প্রার্থী।