খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: ভারতীয় রফতানিকারকদের কাছ থেকে পাথরের রফতানি মূল্য কমানোর মৌখিক আশ্বাস পেয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পাথর আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।
গতকাল সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ভারত থেকে পাথরবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।
দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানী ও রফতানীকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশিদ হারুন বলেন, ‘গত ২০ এপ্রিল পাথরের রফতানি মূল্য কমানোসহ বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করে ভারতীয় রফতানিকারকদের একটি চিঠি দিয়েছিলাম। এর প্রেক্ষিতে ভারতীয় রফতানিকারকরা পাথরের রফতানি মূল্য কমানোর মৌখিক আশ্বাস দিয়েছেন। পাশাপাশি অন্যান্য সমস্যা নিরসনে শিগগিরই বৈঠকে বসবেন বলেও তারা জানিয়েছেন। তাই আমরা হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কার্যক্রম স্বাভাবিক রেখেছি।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের পক্ষ থেকে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে পাথরের রফতানি মূল্য কমানোসহ বন্দর দিয়ে পাথর আমদানিতে বিরাজমান কিছু সমস্যার কথা উল্লেখ করে চিঠি দেওয়া হয়।