খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: চলতি এপ্রিল মাসের শুরুতে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বাংলাদেশের ২০২৩ সালের বিশ্বকাপ জেতার জোরালো সম্ভাবনার কথা জানিয়েছিলেন। সেই কথার সূত্র ধরে ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’র এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে জানিয়েছেন, ২০১৯ সালের বিশ্বকাপ ঘরে তুলতে পারে বাংলাদেশ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এখন ভারতের কলকাতায়। রোববার রাতে সেখানেই তিনি মুখোমুখি হয়েছিলেন ভারতের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’র। সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী সাকিব জানিয়েছেন নিজের স্বপ্নের কথা, ‘বিশ্বকাপ জিততে চাই আমি।’ এরপর রানাতুঙ্গার বক্তব্য সম্পর্কে সাকিবের অনুভূতি জানতে চাওয়া হলে তিনি জানান, ‘হ্যাঁ, প্রস্তুতি ভালোভাবেই চলছে। আর আমি মনে করি আমাদের ২০১৯ সালের বিশ্বকাপ জেতার ভালো সুযোগ রয়েছে।’
গেল তিন বছর ধরে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে অসাধারণ খেলছে বাংলাদেশ। টাইগাররা আত্মপ্রকাশ করেছে সীমিত ওভারের ক্রিকেটের নতুন পরাশক্তি হিসেবে। ঘরে মাঠে টানা ছয়টি সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সিরিজ হারিয়েছে শক্তিশালী পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে। ধারাবাহিক উন্নতিতে সাফল্য পেতে শুরু করেছে বিদেশের মাটিতেও।
সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে বাংলাদেশ। তাই আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোকে আলাদা ছক কষতেই হবে বাংলাদেশকে নিয়ে। বাঁহাতি সাকিবও অন্য ক্রিকেট পরাশক্তিদের জানিয়ে রাখলেন সতর্ক বার্তা, ‘আমরা যেভাবে উন্নতি করছি, তাতে আগামী বিশ্বকাপে একটি প্রতিযোগিতাপূর্ণ দল হব আমরা।