খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭: তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি সেটেলমেন্ট প্রেস শ্রমিক কর্মচারী ইউনিয়নের একটি সমাবেশে হানিফ এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
জামায়াত দেশে সবচেয়ে ভণ্ড ও প্রতারক রাজনৈতিক দল উল্লেখ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃতাধীন চারদলীয় জোট সরকারের সময় এ দেশে উগ্র জঙ্গিবাদী কার্যক্রম শুরু হয়।