Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jhsdr3ukeunswe

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭: ঠাকুরগাও সদর উপজেলার কালিকাগাঁও ডি.হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ।
স্কুলটির অভিভাবক সদস্য গণ ১৫ মার্চ ২০১৭ ইং তারিখে ঠাকুরগাও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং ০৯ এপ্রিল ২০১৭ ইং তারিখ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার, স্থানীয় সংসদ সদস্য, ঠাকুরগাও ১ , জেলা দূর্নীতি দমন কমিশন, ঠাকুরগাও প্রেস ক্লাব বরাবর একটি অভিযোগ পত্র জমা প্রদান করে।
এই অনিয়ম এর প্রেক্ষিতে দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকায় গত ০৬ এপ্রিল ২০১৭ ইং তারিখে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে। কর্তৃপক্ষ স্বারক নং- ০৫.৫৫.৯৪৯৪.০০০.১২.০০২.১৬ -১৭/৫২১ ও ১৩ এপ্রিল ২০১৭ ইং তারিখ। উক্ত স্বারকের প্রেক্ষিতে ঠাকুরগাও সদর উপজেলাধীন কালিকাগাঁও ডি হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের বিষয়টি সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নির্দেশ প্রদান করা হলেও এখন পর্যন্ত কোন তদন্ত হয়নি বলে এলাকার অভিভাবক সদস্য গণ জানান।
কালিকাগাঁও ডি হাট স্কুলের অভিভাবক সদস্যদের দাবী উক্ত বিষয়টি সরজমিনে তদন্ত করে সকলের অংশ গ্রহনের মাধ্যমে একটি সর্বজনীন ম্যানেজিং কমিটি গঠন করে বিদ্যালয়ের সকল অনিয়ম, দূনীতি মুক্ত সহ শিক্ষার মান উন্নয়ন করা হউক।