খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুরে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি বেসরকারি চা তৈরির কারখানার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে কারখানার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম।
গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম এনডিসি, সাবেক সচিব এএম আব্দুলজব্বার, বিবিএলটিএফএ’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ আরও অনেকে।
এ সময় গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু জানান, দীর্ঘ ১ যুগ ধরে তিনি এই চা বাগানের পিছনে সময় আসছিলেন। এই অঞ্চলের আর্থ সামাজিক প্রেক্ষাপট বদলে দেয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। আশেপাশে অনেকেই চা চাষ করছেন। কিন্তু সে চা পাতার সঠিক মূল্য তারা পাচ্ছেন না। আশা করছি সেই সমস্যা থাকবে না।
এছাড়া, এই চা কারখানা নিয়ে আরও অনেক পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ফলে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রি দৈনিক ১০ হাজার কেজি এবং বাৎসরিক ২২ লাখ কেজি চা উৎপাদন করবে বলে জানা গেছে।