Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

download

 

 

খােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭: জাতীয়তাবাদীগণতান্ত্রিক আন্দোলন- ববি হাজ্জাজ সা¤প্রতিকহাওরঅঞ্চলসমূহেবিপর্যয়েগভীর উদ্বেগ এবং ক্ষোভপ্রকাশকরেছেন। তিনিবলেন, নেত্রকোনার জেলারপ্রায় ৭০ হাজার হেক্টরফসলিজমিতলিয়ে গেছে, সুনামগঞ্জেরহাওরঅঞ্চলেরতিনলাখপরিবার পথে বসেছে। সুনামগঞ্জেরসরকারি দলের অঙ্গসংগঠনের নেতাদেরসিন্ডিকেটেনিম্নমানেরঠিকাদারিপ্রতিষ্ঠানদিয়েবাঁধনির্মানকাজকরারফলেআজজনজীবনেভয়াবহ দূর্যোগ নেমেএসেছে। একই অবস্থাকিশোরগঞ্জসহ দেশেরঅন্যান্য হাওরঅঞ্চলে। এসবঅঞ্চলে চরমমানবিকবিপর্যয়ইনয়,জীববৈচিত্র্য বিপন্নহওয়ারআশংকারয়েছে। এই বিপর্যয়ের ফলেসারাদেশে ইতোমধ্যে বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয়জিনিসপত্রের দাম।
গত ৩৫ বছরেরমধ্যে এবছরএপ্রিলমাসে রেকর্ড পরিমান বৃষ্টিহয়েছে।আমরাচট্টগ্রামমহানগরীকেপানিতেভাসতে দেখেছি। এনডিএম চেয়ারম্যানবলেন, উন্নয়নেরগণতন্ত্রেরমুখস্তবুলিশুনিয়েজনগনকে ধোঁকা দেয়া হচ্ছে, জবাবদিহিতামূলকগণতন্ত্র ছাড়াপ্রকৃত উন্নয়ন যে সম্ভব নয়তারপ্রমানভয়াবহ এই বিপর্যয়ের পিছনেপ্রশাসনেরগাফিলতিএবং টেন্ডার দূর্ণীতিরমাধ্যমে সরকারিদলের লোকদেরপকেটভারী। ববি হাজ্জাজ অবিলম্বে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবারআহ্ববানজানানএবং দূর্গত এলাকায়পর্যাপ্তত্রানসরবারহ, কৃষক, জেলে, শ্রমিকভাইদেরজন্য বিশেষপ্রনোদনাএবংতাঁদের ঋণ থাকলেতামওকুফসহপ্রয়োজনীয়ব্যবস্থা গ্রহনেরজন্য সরকারেরপ্রতিআহ্বানজানান। সিলেটেবিপর্যস্তএলাকায়মহানগর দলীয় নেতা-কর্মীদেরজনগনেরপাশে দাঁড়ানোরজন্য নির্দেশনাপ্রদানকরেছেনএনডিএম চেয়ারম্যান।