খােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। তবে এখন পর্যন্ত বাড়িটির ভেতরে অভিযান শুরু হয়নি। ইতিমধ্যে সোয়াত সদস্যরা শিবগঞ্জে পৌঁছেছে। বিকেল সোয়া ৪টার দিকে দুটি হেলিকপ্টারে করে শিবগঞ্জে পৌঁছায়। সেখান থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে তারা।
কাউন্টার ট্রেরোরিজমের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদদের ভিত্তিতে আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে প্রথমে কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকার একটি বাড়ি ঘেরাও করা হয়। তবে এখন পর্যন্ত কোনো জঙ্গিকে আটক করা যায়নি। পরে শিবগনগর ত্রিমোহনী এলাকায় সাইদুর রহমান জেন্টু নামের এক ব্যক্তির বাড়ি ঘেরাও করেন কাউন্টার ট্রেরোরিজমের সদস্যরা। এরপর সকাল ১০টা থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এ সময় ঘটনাস্থলের আশপাশের বাড়ির লোকজনকে নিরাপদ স্থানে নিরাপদ দূরত্বে চলে যেতে বলা হয়।
সকাল ৮টা দিকে ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে কাউন্টার ট্রেরোরিজম ইউনিট ডিএমপি’র এক এসি জানান। সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশও পাল্টা অন্তত ১২ রাউন্ড গুলি ছোড়ে। এ খবর লেখার সময় পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা পুলিশ ও কাউন্টার ট্রেরোরিজম ইউনিট ডিএমপি’র এক এসি জানান, বাড়িটিতে রফিকুল ইসলাম আবু ও তার স্ত্রীসহ আরো দুইজন রয়েছে। কারো কারো মতে ওই বাড়িতে আবু তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অবস্থান করছেন। শিবগঞ্জ থানা ওসি হাবিুল ইসলাম হাবিবকে মাইকে ওই বাড়ির পাশ থেকে ঘোষণা করতে দেখা গেছে। ঘোষণায় তিনি বলেন, আবু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, আত্মসমর্পণ করুন। আবু শিবনগর গ্রামের আফসার আলীর ছেলে। তিনি দুই মাস আগে সাইদুর রহমান জেন্টুর বাড়িতে ওঠেন।