Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

tangail

খােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭: টাঙ্গাইল জেলা পৌর কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সিন্ধান্ত মোতাবেক তারা এই কর্মবিরতি পালন করেছেন।

বুধবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত টাঙ্গাইল পৌর সভার সামনে ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।

এ সময়  স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী জেলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় জেলার ১১টি পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।