খােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭: আজ ২৬ এপ্রিল ২০১৭, বুধবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র, সমাজ প্রগতির লড়াইয়ের অগ্রণী প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ও অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল পরবর্তী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘শিক্ষা ধ্বংসের সাম্প্রদায়িক দানবটাকে রুখবোই’ স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ ও সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী। সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রমেন চক্রবর্তী টিপু, ঢাবি সভাপতি তুহিন কান্তি দাস, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক জিএম রাব্বি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন, ঢাকা জেলা সংসদের সাধারণ সম্পাদক কাজী রিতা প্রমুখ।
সমাবেশে বক্তারা শিক্ষার সাম্প্রদায়িকীকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ করে অবিলম্বে একই ধারার গণমুখী সর্বজনীন বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষানীতি গ্রহণ ও বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। ২০১৭ সালের পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণের ন্যাক্কারজনক যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, অবিলম্বে তা প্রত্যাহার করে মুক্তিযুদ্ধের চেতনার পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষার্থীদের হাতে তুলে দেবার আহ্বান জানানো হয়। শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকল্পে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায়ের আহ্বান জানানো হয়। এছাড়া হাওর অঞ্চলের দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা ও দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের দীর্ঘমেয়াদে (পরবর্তী আমন মৌসুম পর্যন্ত) সরকারি রেশনিং কার্যক্রম চালু, কৃষিঋণ মওকুফ, সকল এনজিওর ক্ষুদ্রঋণ কার্যক্রম বন্ধ, জলমহালের ইজারা বাতিল ঘোষণা করে দুর্গত এলাকার মানুষদের এই সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একইসাথে দুর্গত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ নিশ্চিত ও দুর্যোগকালীন সময়ে সরকারি ব্যবস্থাপনায় একবেলা খাবারের ব্যবস্থা করতে হবে। আদিবাসী শিক্ষার্থী রমেল চাকমার হত্যাকা-ে জড়িতদের অবিলম্বে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান নেতৃবৃন্দ।