খােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭: আজ ২৬ এপ্রিল বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দিতে হবে এবং এক দেশে দুই নীতি মানিনা, মানব না। এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঠাকুরগাঁও পৌর সভা চত্বরে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচী চলাকালে পৌরসভার সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়।
এ কর্মসূচি ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌর কর্মচারি পরিষদের সভাপতি জাহিদ আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ও নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, লিয়াকত আলী, ঠাকুরগাঁও জেলা পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রাশেদুল আলম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান প্রমুক।
বক্তারা বলেন, বেতনভাতা, পেনশন কোষাগার থেকে প্রদানের দাবীতে আমরা অনেক দিন থেকে সরকারের কাছে দাবি জানিয়ে আসতেছি,কিন্থু সরকার আমাদের কথা শুনতেছে-না। তারই ধারবাহিগতায় আজকের এই পৌর কর্মচারীর কর্মবিরতি।
বক্তারা আরো বলেন আমাদের মধ্যে অনেক কর্মকর্তা কর্মচারী পেনশনে গেছেন কিন্তু তারা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। দুঃখের বিষয় একজন মানুষ ভাল পদে কর্মরত থাকার পরে পেনশন শেষে সারাজীবনের অর্থ পাওয়ার আশায় বসে থাকে। এই টাকা দিয়ে তার সংসারের বাকী জীবনটা সুখ সাচ্ছন্দে থাকার কথা, কিন্তু সে তার প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ার কারনে দুশ্চিন্তায় তার শেষ সময় জীবনের আয়ু কমে যায়। এছাড়াও বক্তারা তাদের অনেক কষ্টের কথা তুলে ধরেন এবং পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় এবং ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচী চলবে।