খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭: কামরুল হাসান ঠাকুরগাঁও জেলাপ্রতিনিধি :শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এ এই পতিপাদ্য বিষয়কে বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১৮টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার সময় স্যানক্রেট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এ সোলার বিতরন অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, আমজানখোর ইউপি চেয়ারম্যান মো: আকালু, ভানোর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার, দুওসুও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।