Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

prabhas_bd_pratidin_77খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭: বাহুবলী দ্য কনক্ল্যুশন’ ছবির দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে। কোনও একটি প্রিভিউ শো থেকে ভিডিওটি ফাঁস হয়ে যায়।  মুহূর্তের মধ্যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। ভিডিওর বেশ কিছু প্রিন্ট শটও ছড়িয়ে পড়েছে।

তবে অনলাইনে যে লিঙ্কে ভিডিওটি দেখা যাচ্ছিল, এখন সেটি ডিলিট করে দেওয়া হয়েছে।

কিন্তু গোটা বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন ছবির প্রযোজক। টুইট করে তিনি জানান, দেশের বেশ কিছু সেন্সর বোর্ডগুলিতেই শুধু ছবির স্ক্রিনিং হয়েছে। এছাড়া ছবিটি আর কোথাও দেখানো হয়নি। ফলে কোনও প্রিমিয়ার থেকে ফাঁস হওয়ার প্রশ্নই উঠছে না।

উল্লেখ্য, গত বছর ছবির একটি দু’মিনিটের ভিডিও ফাঁস হয়েছিল। যাতে দেখা গিয়েছিল বাহুবলীর চরিত্রে অভিনয় করা প্রভাস এবং ছবির নায়িকা অানুশকা শেঠি যুদ্ধের জন্য সেনা সাজাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, প্রথম ভারতীয় ছবি হিসেবে বক্স অফিসে ১০০০ কোটি টাকার ব্যবসা করে ইতিহাস গড়বে ‘বাহুবলী টু’। বিশ্বজুড়ে ৯ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।