Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭: পাবনার শিবরামপুর এলাকায় ফারুক করিম (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ফারুক ঐ এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি আগে অনন্য সমাজ কল্যান সংস্থা নামের একটি এনজিওতে চাকুরী করতেন। বর্তমানে তিনি বেকারী ব্যবসার সাথে জড়িত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মত আজ সকালে নিজ বেকারী থেকে রুটি সরবরাহের জন্য শিবরামপুর এলাকায় আসে ফারুক। এ সময় রাব্বী,রিপন, সুমন নামে তিনজন চিহ্নিত সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় ফারুককে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ। পাবনা পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরো জানান, হত্যার কারন কিছুটা নিশ্চিত হওয়া গেছে। কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের নাম পরিচয় পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।