Sat. Aug 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭: 92 শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে উজান থেকে আসা পানি ভাটিতে নামায় নতুন করে শেরপুর সদরের চার ইউনিয়নের নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। এসব ইউনিয়ন হলো বাজিতখিলা, গাজীরখামার, ধলা ও পাকুরিয়া। সরকার দলীয় হুইপ মো. আতিউর রহমান ও জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
প্রবল বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী শেরপুর জেলার সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার তের ইউনিয়নের নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের ৬০ গ্রামের প্রায় সাত হাজার হেক্টর জমির উঠতি পাকা ও কাঁচা বোরো ধান পানিতে নিমজ্জিত রয়েছে। ৬দিন যাবত বোরো ধান পানিতে নিমজ্জিত থাকায় অধিকাংশ ধান পঁচে গেছে। পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষ কোনোরকম সরকারি-বেসরকারি ত্রাণ সাহায্য পায়নি।

অন্যরকম