Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭: 32এক মাসের জন্য ভারত অধ্যুষিত কাশ্মিরে নিষিদ্ধ করা হয়েছে ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ-সহ ২২টি সামাজিক যোগাযোগের মাধ্যম। অঞ্চলটির প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়, “সহিংসতা ছড়াতে সরকার বিরোধী উপাদান প্রচার করতে সেবাগুলোর অপব্যবহার করা হচ্ছে।”

সম্প্রতি কাশ্মিরের শ্রীনগরে উপনির্বাচন চলাকালীন নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্য দফায় দফায় সংঘর্ষ এবং সহিংসতার ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। এ ঘটনায় গ্রাফিক ভিডিওতে উভয় পক্ষের নির্যাতনের চিত্রও উঠে এসেছে, বলা হয়েছে বিবিসি-এর প্রতিবেদনে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় অন্তত নয়জন মারা গেছেন বলেও প্রকাশ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম, যোগাযোগের টুলস এবং ওয়েবসাইটও নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ইউটিউব, স্কাইপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট এবং রেডিট রয়েছে।

প্রদেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, “কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশের জন্য আপত্তিকর কন্টেন্ট ছড়ানো হয়েছে।”

আগের বছর জুলাইতে নিরাপত্তা বাহিনীর দ্বারা কাশ্মিরের জনপ্রিয় বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানি নিহত হন। এরপর থেকেই সেখানে প্রতিবাদের সংখ্যা বেড়ে যায়।

চলতি বছর ৯ এপ্রিল শ্রীনগর শহরে নির্বাচন চলাকালে পুলিশের সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষে আটজন মারা যান এবং অনেকে আহত হন। এ ঘটনায় নতুন করে বিক্ষোভ শুরু হয় সেখানে। তখন থেকেই ভারত বিরোধী স্লোগান আর নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুড়ে প্রতিবাদ করে আসছে শত শত শিক্ষার্থী।

এরই মধ্যে অজ্ঞাতনামা বন্দুকদধারীর দ্বারা উপত্যকাটির তিনজন রাজনীতিবিদ নিহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।