খােলা বাজার২৪।। শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭: ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড আপোষও হয়’ এই স্লোগানে নোয়াখালীতে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত হচ্ছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। ভারপ্রাপ্ত জেলা জজ জেবুর নাহার আয়েশা’র নেতৃত্বে শোভাযাত্রাটি জজ আদালতের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নাজমুল হক, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল হক সহ বিপুল সংখ্যক আইনজীবি উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা জজ আদালতের সামনে লিগ্যাল এইড মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন আইন সহায়তা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরেন।