Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38kখােলা বাজার২৪।। শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭: ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’ এই প্রতিপাদকে সামনে রেখে সারাদেশের মতো জামালপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষে শুক্রবার সকাল নয়টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান এবং জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণের পর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম কবির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আক্কাছ, পিপি নির্মল কান্তি ভদ্র, জিপি খাজা নাজিম উদ্দিন প্যানেল আইনজীবী অনিল চন্দ্র শীল, মাহফুজা সুলতানা সাথী, বিচার প্রার্থী কল্পনা, লাভলী আক্তার প্রমুখ। এ সময় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন আইনজীবী হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিষ্কৃতি হাগিদক।

আলোচনা সভা শেষে আইনগত সহায়তা কার্যক্রমে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্যানেল আইনজীবী অনিল চন্দ্র শীল, মাহফুজা সুলতানা সাথীকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিচারকবৃন্দ, আইনজীবী, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকসহ তিনশতাধিক ব্যক্তিবর্গ অংশ নেন।
কমিটির একটি সূত্র জানায়, দরিদ্র মানুষের বিচারালয়ে প্রবেশাধিকার এবং দরিদ্র মানুষের মামলার ব্যয়ভার সরকারিভাবে বহন করার উদ্দেশে ২০০০ সালে আইনগত সহায়তা আইন সংসদে পাশ হয়। ২০০৭ সাল থেকে জামালপুরে আইনটির সফল বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপকভিত্তিক কার্যক্রম শুরু হয়। এপর্যন্ত ১৭৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। মোট ২৪ জন আইনজীবী আইনগত সহায়তা কমিটির সাথে যুক্ত হয়ে বিনা খরচে গরীব মানুষের মামলা পরিচালনা করে আসছে।