Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bahubolliখােলা বাজার২৪।। শনিবার, ২৯ এপ্রিল ২০১৭: সিনেমার প্রথম দিনের কালেকশন নিয়ে শাহরুখ, সালমান, আমির খানদের গর্ব করার দিন বোধহয় শেষ হল। প্রথম দিনের কালেকশনে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল বাহুবলী-২।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রথম দিনে ১০০ কোটিরও বেশি টাকা নিজের ঝুলিতে ভরেছে সিনেমাটি। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট বলছে, শুধু হিন্দি ভার্সেনেই প্রথম দিনে ছবিটির কালেকশন ৩৫ থেকে ৪০ কোটি টাকা।

bohoboi -23(1)

অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি কালেকশন করেছে সিনেমাটি। প্রায় ৪৫কোটি টাকা। কেরালায় ৪০ কোটি, হিন্দি ভার্সেনে ৩৫ কোটি, তামিলনাড়ুতে ১৪ কোটি ও কর্ণাটকে ১০কোটি টাকা কালেকশন করেছে রাজামৌলির বাহুবলী-২।

প্রসঙ্গত, দেশের ৬৫০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে বাহুবলী-২। বিশ্বজুড়ে ৯০০০ স্ক্রিনে। সিনেমা বিশেষজ্ঞরা মনে করেছেন, প্রথম সপ্তাহে আরও অনেক রেকর্ড ভেঙে দেবে বাহুবলী-২।