Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

01খােলা বাজার২৪।। শনিবার, ২৯ এপ্রিল ২০১৭: নরসিংদীতে গরীব অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার,রিক্সা ও ঘর দেয়া হয়েছে। একই সাথে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন স্কুল কলেজে প্রজেক্টর ও শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম ও ব্যাগ বিতরন করা হয়। মাদ্রাসা শিক্ষাথীদের মাঝে পোশাক সরবরাহ করা হয়। আজ শনিবার দিনভর রোটারী ক্লাব অব নরসিংদী মিড টাউন ও জাপানের রোটারী ক্লাব টোকিও-কোটো’র ফ্রেন্ডশিপ প্রজেক্টের উদ্যোগে নরসিংদী-শিবপুর ও পলাশের বিভিন্ন স্থানে উপকরন বিতরন করা হয় এসব ।
অনুষ্ঠানে উদ্ধোধন করেন জাপান রোটারী ক্লাব অব টোকিও কোটো’র এর প্রেসিডেন্ট ইজি কুজিমা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর এলাহী। রোটারী ক্লাব অব নরসিংদী মিড টাউন এর প্রেসিডেন্ট মাহাবুবুর রহমান মনিরের সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন ইরান,জাপানি রোটারিয়ান ইতো জুনিছি,শিরু কাসাই,তাওশি আওকি, রোটারী ক্লাব অব নরসিংদী মিড টাউনের সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস মিয়া।
সংগঠনটির প্রেসিডেন্ট মাহাবুবুর রহমান মনির বলেন,দুই দেশের ফ্রেন্ডশিপ প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের গ্রাম-গঞ্জের অবহেলিত ও অসহায় মানুষদের কল্যানে কাজ করা হবে।