খােলা বাজার২৪।। শনিবার, ২৯ এপ্রিল ২০১৭: ‘বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হল জাতীয় আইনগত সহায়তা দিবস। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণঢ্য র্যালী, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও আলোচনা সভা। ২৮ এপ্রিল শুক্রবার নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটি এসকল কর্মসূচী পালন করেন।
সকালে নরসিংদী জজ কোর্ট চত্ত্বর হতে জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীবের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি জজ কোর্ট চত্ত্বর হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় জজ কোর্ট ভবনে এসে শেষ হয়। এসময় র্যালীতে নারী ও শিশু জেলা জজ শামীম আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম শামীমা আফরোজ, পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডা. সুলতান রাজিয়াসহ জজ কোটের অন্যান্য বিচারক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী পুলিশ প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিবর্গ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা আইন জীবি সমিতির সদস্যগণ, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মী, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
র্যালী শেষে জজ কোর্ট চত্বরে জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীবের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু জেলা জজ শামীম আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম শামীমা আফরোজ, অতিরিক্ত জেলা জজ শাহীন উদ্দিন, পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডা. সুলতান রাজিয়া ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আমজাদ হোসেন।
আলোচনা সভাশেষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জেলা লিগ্যাল এইড’র বাৎসরিক তথ্য বিবরনী তুলে ধরা হয়। পরে গরীব, অসহায়, দুস্থরা কিভাবে বিনা খরচে আইনি সেবা পাবে তার উপর একটি নাটিকা উপস্থাপন করা হয়।