Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bohobli_news_pic-1খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বলিউড স্বনামধন্য নির্মাতা রামগোপাল ভার্মার আলোচনায় আসা নতুন নয়। এবার তিনি আলোচিত ‘বাহুবলী-২’ সিনেমার প্রশংসা করে বিতর্কে জড়ালেন।

দুই বছর প্রতীক্ষার পর শুক্রবার ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমাটিকে ঘিরে উন্মাদনার শেষ নেই দর্শকের। বাহুবলী-দ্য বিগিনিং সিনেমায়, কাটাপ্পা কেন বাহুবলিকে হত্যা করেছিলেন তার উত্তর জানতে কৌতুহলী দর্শক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন তারা। এছাড়া দর্শকের চাপ দেখে অতিরিক্ত শো প্রদর্শনের ব্যবস্থাও রেখেছেন সিনেমা হল কর্তৃপক্ষরা।

চলতি বিষয় নিয়ে বরাবরই কথা বলে আলোচনায় থাকাটা রামগোপালের স্বভাবসিদ্ধ। আর ‘বাহুবলী’র এমন উত্তাপে কিছুটা হাত সেঁকবেন না রামগোপাল তাই কি হয়! তাই রামগোপাল তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘বাহুবলী’র প্রশংসা করে টুইট করেন। আর এতেই নয়া বিতর্কে জন্ম দেন এই নির্মাতা।

রামগোপাল টুইট বার্তায় লিখেন, শুনলান বিবিটু’র গর্জন যাতে শুনতে না হয় তাই হিন্দি, তামিল, তেলুগু চিত্র পরিচালকরা নিজেদের কানে তুলো গুঁজেছেন।

অন্য একটি টুইটে তিনি লিখেন, ‘যখন হাতির মতো সিনেমা আসে তখন চিত্রপরিচালক কুকুররা ঘেউ ঘেউ করে। কিন্তু ডায়নোসরের মতো যখন ‘বাহুবলী-২’ সিনেমা আসে তখন কুকুর, বাঘ এবং সিংহরা লুকিয়ে পড়ে। ’

এরপরই তাকে নিয়ে সোস্যাল মিডিয়ায় শুরু হয় নতুন বিতর্ক।