খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: কালবৈশাখী ঝড়ে বিদ্যালয় লন্ডভন্ড হওয়ায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে খোলা আকাশের নিচে। এটি লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্যপট। শনিবার দুপুরে বিদ্যালয়ে খোলা আকাশের নিচে প্রথম সাময়িক পরীক্ষা দিতে দেখা গেছে বিদ্যালয়টির শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা জানায়, কয়েক দিন ধরে চলছে তাদের প্রথম সাময়িক পরীক্ষা। বৃহস্পতিবারের পরীক্ষাটিও কক্ষের ভিতরে হয়েছে। কিন্তু শুক্রবার রাতের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে তাদের টিনসেড ঘরটি পড়ে যায়। ফলে শ্রেণী কক্ষে পরীক্ষা দেয়া সম্ভব হচ্ছে না। তাই মাঠের গাছতলায় খোলা আকাশের নিচেই প্রাথমিক পরীক্ষা দিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শেষে এনবিএস কে বলেন,‘এ ঝড়ে আমাদের অনেকের বাড়িও উড়ে গেছে। পরীক্ষা দিতে এসে দেখি শ্রেনী কক্ষটিও ঝড়ে উপড়ে পড়েছে। তাই কষ্ট হলেও খোলা আকাশেই নিচে পরীক্ষা দিলাম। বিদ্যালয়টি দ্রুত সংস্কারের দাবি তরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান, ২০০০ সালে টিনসেড ঘরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গত ২০১৩ সালে দ্বিতীয় দফায় জাতীয়করণ হয় এ বিদ্যালয়টি। গত অর্থবছর এলজিএসপি প্রজেক্টের মাধ্যমে দুই কক্ষের একটি পাকা টিনসেড করা হয়। সেখানে দুইটি শ্রেনী কক্ষ হলেও ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা পুরাতন টিনসেড কক্ষেই পাঠদান করত।
বনচৌকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিজলী বেগম জানান, বিদ্যালয়ের ছাউনী ঝড়ে উড়ে যাওয়ায় খোলা আকাশে পরীক্ষা নেয়া হচ্ছে। একই অবস্থা ওই উপজেলার টিনসেড ঘরে নির্মিত বিদ্যালয়গুলোর।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন এনবিএস কে জানান, জেলায় ৭৫৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে কিছু রয়েছে টিনসেড ঘরে। ঝড়ে টিনসেড বিদ্যালয়গুলোর ক্ষতি হয়েছে। তবে তিনি তালিকা করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।