খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: জনগনের সক্রিয় অংশগ্রহন, সহযোগিতা এবং যথাযথ সমন্বিত উদ্যোগে বর্তমান সরকারের চলমান উন্নয়ন পক্রিয়া ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। বাংলাদেশের উত্তরন ঘটেছে নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে। এ ছাড়াও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্নখাতে অর্জিত হয়েছে ব্যাপক উন্নতি। আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ স্বীকৃতি অর্জন করেছে এমন একাধিক চিত্র তুলে ধরে সভা-সমাবেশের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইতে মাঠে নেমেছেন নোয়াখালীর আওয়ামীলীগ নেতারা। ইতিমধ্যে জেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতারা সমাবেশ শুরু করেছেন।
চলতি বছরের ফেব্রয়ারী মাস থেকে গত ২৯ এপ্রিল শনিবার পর্যন্ত জেলার সদর উপজেলার ৩টি ইউনিয়ন ও সুবর্ণচর উপজেলার ৪টি ইউনিয়নে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রতিটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। তিনি তাঁর বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারে এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
এছাড়া সমাবেশগুলোতে আরো বক্তব্য রেখেছেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, একেএম সামছুদ্দিন জেহান, মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সুবর্নচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী প্রমুখ।
ওই সব সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিলো লক্ষ্যনীয়।