খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: মাওয়া ঘাটে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি টিম ৫০০পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আব্দুর রহিমের নেতৃত্বে এস.আই ফরহাদ, এস.আই হেমায়েত, কন: সেলিম ও সোয়েবকি নিয়ে অভিযান চালিত হয়। এস.আই. আব্দুর রহিম জানান, মাওয়া চৌরাস্তায় শরীয়তপুরের শামসুদ্দিন বেপারীর ছেলে আবুল বেপারীকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল বেপারী লৌহজং এলাকায় ভাড়া থেকে মাদক ব্যবসা করে। দীর্ঘদিন যাবৎ সে মাওয়া ও লৌহজং এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে লৌহজং থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।