Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18195088_1188610914594749_3083798241540126527_nখােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সার, বিদ্যুৎ, ডিজেলসহ সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে বলছে দেশে উন্নয়ন হচ্ছে। আসলে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের। তারা তিন চার তলা বাড়ি বানাচ্ছেন। একটা গাড়ির জায়গায় ১০টা গাড়ি নিয়ে যাচ্ছেন।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিন্ন ভিন্ন জায়গায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছেন। আমাদের কৃষক ভাইদের তো বেতন বাড়ান নাই।
তিনি আরও বলেন, এই দেশটা কি কয়েকটা মানুষের জন্য। তারা সম্পদ থেকে সম্পদ তৈরি করবে। আর সাধারণ মানুষ গরিব থেকে আরও গরিব হবে।
বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্বাচন দিতে চায় না। নির্বাচন দিলে তারা নিজেরাই সব নিয়ন্ত্রণ করবে। সেটা কিভাবে আমরা মেনে নেব। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের প্রতি দাবি জানাই নির্বাচন দাও। সে নির্বাচন হতে হবে লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময় একটা সরকার থাকতে হবে সে সরকার নিরপেক্ষ হবে। কারো পক্ষপাতিত্ব করবে না। আর নির্বাচন কমিশন হতে হবে নিরপেক্ষ। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আশা রাখি সরকারের শুভ বুদ্ধির উদয় হয়ে আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দেবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, নারগুনের ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, অর্থসম্পাদক শরিফুল ইসলাম (শরিফ), সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাফরুল্লাহ, যুবদলের আহব্বায়ক চৌধুরী মাহেবুল্লা আবু নুর, তুহিন, সাবেক ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ও নতুন ঘোষিত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরে তিনি নিজ বাসা হয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেন।