খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: জামিন নামঞ্জুর করে নাশকতা মামলার রায়ে সাজাপ্রাপ্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫জন নেতাকর্মীর মধ্যে ২০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
রোববার দুপুরে গাইবান্ধা দ্রুত বিচার ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এই আদেশ দেন। তাৎক্ষনিকভাবে তাদের নাম, পদবী জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ জনের প্রত্যেককে পাঁচবছর করে সশ্রম কারাদ- দেন গাইবান্ধা দ্রুত বিচার ম্যাজিষ্ট্রেট আদালত। একই সঙ্গে প্রত্যেকের এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেন আদালত।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৩০ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। তারা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরে পঞ্চগড়গামী একটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ২৫ নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাজেদুর ইসলাম প্রধান জানান, আসামীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।