Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37kখােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: পঞ্চগড়ে চা পাতার মূল্য বৃদ্ধি ও চা চাষীদের সাথে অসৌজন্য আচরণ করায় চা বোর্ডের চেয়ারম্যানের অপসারণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে ক্ষুদ্র চা চাষীরা।

আজ রোববার সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশন পঞ্চগড় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র চা চাষী অংশ নেয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক সংসদ এ্যাড. রীনা পারভীন, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাজাহান, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশন পঞ্চগড়ের সভাপতি আমিরুল ইসলাম খোকন প্রমুখ।

এ সময় বক্তারা চা পাতার মূল্য বৃদ্ধি, কারখানা কর্তৃক চা পাতার ওজন কর্তন বন্ধ, সরকারিভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন এবং সম্প্রতি পঞ্চগড়ের চা চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালায় ক্ষুদ্র চা চাষীরা তাদের দাবি দাওয়া উত্থাপন করলে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও চা বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা) মুনির আহামদ চাষীদের সাথে অসৌজন্য আচরণ করায় তাদের অপসারণ দাবি করেন।

পরে ক্ষুদ্র চা চাষীরা ৩ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রধান করেন।