Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে রোববার সকালে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০১৭-২০১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল। তিনি আগামী অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৭ শত ৪৯ টাকা আয় ও ১ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার ৩ শত ৬২ টাকা ব্যয় এবং ২০ লাখ ৯৪ হাজার ৩ শত ৮৭ টাকা বাড়তি দেখিয়ে এ বাজেট ঘোষনা করেন। এ সময় ইউপি সচিব মুহাম্মদ কামরুল হাছান মন্ডল, ইউপি সদস্য, মহিলা সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল বলেন, বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে তা পূরণ করতে সক্ষম হবো। তবে রাস্তা ঘাট, স্কুল মাদ্রাসার উন্নয়নে অধিক বেশির ব্যয় ধরে ইউনিয়নকে ডিজিটাল হিসেবে গড়ে তুলা হবে।