খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: ভোলায় ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এ স্লোগনকে সামনে রেখে শুরু হওয়ায় দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপ্ত হয়েছে। রোববার দুপুরে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে এ মেলা শেষ হয়।
সদর উপজেলা প্রশসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর যৌথ আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মেলার সমাপনি দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো: মুজাহিদুল ইসলাম। বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মো: জিহাদ হোসেন ও সাংবাদিক অমিতাভ রায় অপু। এর আগে শনিবার সকালে ‘বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন করা হয়।২দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫টি স্টল অংশগ্রহন করে।
এ মেলায় ক্ষুদে বিজ্ঞানিরা ভুমিকম্প রোধক যন্ত্র, ইলেট্রনিক্স টোল আদায় ও সনাক্তকরন মেশিন, অল্প জমিতে অধিক ফসল উৎপাদন পদ্ধতি, সৌরশক্তির অতি বেগুনি রশ্মির সাহজ্যে স্বল্প ব্যায়ে বন্যার্ত এলাকায় পানি আর্সেনিক মুক্তকরন, মিনি চার্জার, লাইট ফ্যন, বাতাশ থেকে বিদ্যুৎ উৎপাদন, সহজ পদ্ধতিতে লিটমাস কাগজ তৈরি, সহজে পানির ঘনত্ব নির্নয়, বাস্প থেকে বিদ্যুৎ তৈরি, বায়ুদুষন মুক্ত রিমোটচালিত জাহাজসহ বিভিন্ন আবিস্কার তুলে ধরেন। পরে সেরা আবিস্কারক ও স্টল বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই যথার্থ জ্ঞান অর্জনের মাধ্যমে আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখবে।