খােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: নড়াইলের লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামে পানিতে ডুবে মাহির ভূইঁয়া নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ এপ্রিল দুপুরে স্থানীয় খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়িভাঙ্গা গ্রামের আব্দুর রহিম ভুইয়ার ছেলে মাহির ভূইঁয়া পরিবারের সদস্যদের অজান্তে তাদের বাড়ি সংলগ্ন খালের পানিতে গোসল করতে যায়। সাতার না জানায় পানিতে ডুবেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা খোজাখুজির পর খাল থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মাহির ভূইঁয়ার পিতা আব্দুর রহিম সিঙ্গাপুর প্রবাসী। মৃত মাহির ভূইঁয়া ও তার মা নড়াইল শহরে ভাড়াবাড়িতে বসবাস করেন। গত দু’দিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে যান। মাহির ভূইঁয়া মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।