খােলা বাজার২৪।। সোমবার, ১ মে, ২০১৭: শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলার সর্বত্র সোমবার মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের ব্যানারে সকালে শহরের বকুলতলা থেকে শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল শোভাযাত্রায় অংশ নেন।
অপরদিকে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে পৃথক শোভাযাত্রা বের করে। এছাড়াও জেলা শ্রমিকলীগ, জাতীয়তাবাদী শ্রমিকদল, হোটেল শ্রমিক ইউনিয়ন, দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রার মধ্য দিয়ে মে দিবস পালন করে। জাতীয়তাবাদী শ্রমিকদলের শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জামালপুর জেলার ছয়টি উপজেলায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করেছে।