খােলা বাজার২৪।। সোমবার, ১ মে, ২০১৭: সারা দেশের ন্যায় সোমবার গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসের শুরুতেই গাইবান্ধা জেলার গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইকোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে বিশাল শ্রমিক র্র্যালী শহরে বিভিন্ন সড়ক প্রর্দক্ষিণ শেষে সংগঠনের অফিস কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সভাপতি আব্দুস সোবাহান বিচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সাবেক সভাপতি ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, বর্তমান সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক। শ্রমিক নেতা আরিফ, সড়ক সম্পাদক শহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ ফিরোজ কবির,প্রচার সম্পাদক রাজা মিয়া,ক্রীড়া সম্পাদক মাসুদ রানা জুয়েল প্রমুখ।আলোচনা শেষে ধর্মীয় সম্পাদক হাফেজ নুরুল ইসলাম শ্রমিকের অধিকার আদায়ে নিহত সকল শহীদ শ্রমিকদের আত্তার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।পরে অত্র সংগঠনের উপস্থিত শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দুপুরে উপজেলা জাতীয় শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে র্র্যালী ও স্থানীয় চৌমাথা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবু শুধাংশু কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,সাধারণ সম্পাদক মমদুল হক আওয়ামীলীগ নেতা মুহাম্মদ সেলিম
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু মুসা সুমন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সদস্য সচিব ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম তিতাস,মাজেদুর রহমান,জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান শেখ,সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু, মৎস্যজীবীলীগ সভাপতি রাসেল তালুকদার,তাঁতীলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শেখ, উপজেলা ছাত্রলীগ নেতা শাকিউল ইসলাম বাপ্পী,সদর জাতীয় শ্রমিকলীগ সভাপতি আশরাফুল ইসলাম মিন্টু সহ নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত।
এছাড়াও জাতীয়তাবাদী শ্রমিকদল, উপজেলা নির্মান মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন,রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন ছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পৃথক পৃথক ভাবে পালন করে।