Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

may-day_n_tkg_kdkfjudkrখােলা বাজার২৪।। সোমবার, ১ মে, ২০১৭: সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে বর্নাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (পহেলা মে) সকাল ১০ টায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের বিভিন্ন সংগঠন ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ থেকে র‌্যালী বের করে। র‌্যালীগুলো শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে এসে শেষ হয়।
র‌্যালী শেষে সকাল সাড়ে ১০ টায় জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ প্রাঙ্গনে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ, নির্মান শ্রমিকের,ট্রাক ও ভ্যান শ্রমিক লীগ,কুলি শ্রমিক ইউনিয়ন,জেলা শ্রমিক ঐক্য পরিষদ ,জেলা মটর শ্রমিক পরিবহণ ইউনিয়ন,হোটেল এবং রেস্তোরা শ্রমিক ইউনিয়ন,দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক প্রতিষ্ঠানের কর্মচারীরা।
শ্রমিক নেতাকর্মীরা দৃঢ় কণ্ঠে বলেন,শ্রমিকদের দাবীসমূহ নিয়ে জেলা প্রশাসকের নিকট আগামী ৩ মে স্বারকলিপি প্রদান করা হবে, শ্রমিকদের দাবীসসমূহ পূরণ না হলে ২৩ তারিখ থেকে কর্মবিরতি পালন করা হবে।
অন্যদিকে একই সময়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে রিকশা ও অটোরিকশা থামিয়ে ভাঙচুর করতে দেখা যায় পরিবহণ শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের।
কর্মচারীরা বলেন, আজকের এই মহান দিনে কোনো শ্রমিক যেন যানবাহন চলাচল ও দোকানপাট খোলা না রাখে। যানবাহন চলাচল ও দোকানপাট খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, একইভাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আর্ন্তজাতিক মে দিবস পালিত হয়েছে।