খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২ মে, ২০১৭: রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি বিভাগের প্রধান মো. আশিকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিককে আটক করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।
গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে ভাটারার নর্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান জানান, দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।