খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২ মে, ২০১৭: লাড ক্যানসারের কথা শুনলে অনেকেই আতঙ্কগ্রস্ত হন। রক্তের ক্যানসার হয় কেন? বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষ ব্লাড ক্যানসারের মতো একটি জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন কেন?
উত্তর : আসলে এখন পর্যন্ত ক্যানসারের কারণ আমরা জানি না। ঠিক সে রকম রক্তের ক্যানসারও একটি। এর সুনির্দিষ্ট কোনো কারণ নেই, যদিও আমরা বিভিন্ন রকম জিনিসকে এর জন্য দায়ী করে থাকি। যেমন—ইনসেকটিসাইট, বিশেষ করে বিভিন্ন ধরনের রাসায়নিক, রেডিয়েশন বিভিন্ন ধরনের ভাইরাস ইত্যাদিকে দায়ী করে থাকি। তবে আসলে কোনো নির্দিষ্ট কারণ নেই।