Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২ মে, ২০১৭: 28আন্ত:বিভাগ মটেরসাইকেল ছিনতাই ও চোরাই চক্রের হোতা মানিক নামের এক যুবককে একটি হিরো হোন্ডা মটরসাইকেলসহ আটক করে গণধোলাই দিয়ে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করায় থানা পুলিশ মানিককে প্রধান আসামীসহ মোট ৫ জনকে আসামী করে ৩৭৯/৪১১ দ: বি: ধারায় মামলা রুজ্জু করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। যার নম্বর-০১/১৭ তাং- ০১ মে’১৭।

ডিমলা থানা পুলিশের এসআই খুরশিদ আলমের স্বাক্ষরিত মামলার অভিযোগের সূত্র ধরে জানা গেছে এই মটরসাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত ২ নং আসামী তুহিন ইসলাম পিতা রফিকুল ইসলাম সাং পচারহাট কুমারপাড়া তার শ্বশুর ইয়াকুব আলীর বাড়ীতে অবস্থান করে এ ঘটনায় জড়িত থাকে।

এ ছিনতাইয়ের ঘটনায় অন্যান্য আসামীরা হলেন দেবীগগঞ্জ উপজেলার পামুলী তাতীরহাট গ্রামের বাকী বিল্লাহ পুত্র সেলিম জাহাঙ্গীর (৩৫), একই উপজেলার শরীফ বাজার এলাকার বাবুল (৩৫) পিতা- অজ্ঞাত এবং দিনাজপুরের বোর্ডবাড়ী এলাকার মিঠুন পিতা- অজ্ঞাত। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ডাঙ্গাপাড়া গ্রামের মৃত: শরাফত ইসলামের পুত্র মো: মানিক ইসলাম (২৫)কে একটি হিরো হোন্ডা মটরসাইকেলসহ ছোটপুল নামক স্থানে আটক করে স্থানীয় বাসিন্দা ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের জনৈক্য দুলাল হোসেন, এনামুল হক ও মাজহারুল ইসলাম প্রমূখ।

ঘটনার দিন সকালে ছিনতাইকৃত মটরসাইকেলটিসহ ছিনতাইকারী দেবীগঞ্জের মানিক কুখ্যাত চোর ও ছিনতাইকারী রফিকুল ইসলামের পুত্র তুহিন ইসলাম নামের যুবক তার শ্বশুর বাড়ী পচারহাট কুমারপাড়া গ্রামে আসে মটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে। তুহিন মোটরসাইকেলটি বিক্রয়ে ব্যর্থ হওয়ায় এবং ছিনতাই কারী মানিকের সাথে টাকা লেনদের ব্যাপারে বনিবনা না হওয়ায় তুহিন মোবাইল ফোনে একই গ্রামের দুলাল, এনামুল ও মাজহারুল এর হাতে মোটরসাইকেল সহ মানিককে তুলে দেয়।

তারা মানিককে নিয়ে মটরসাইকেলসহ নয়া বাজার নামক স্থানে ছেলেটিকে একটি রাবার গাছের সাথে বেঁধে রাখে প্রায় দেড় ঘন্টা। এ সময়ের মধ্যে ছেলেটির কাছে ৫০ হাজার টাকা দাবী করে তারা। টাকা হলে তাকে ছেড়ে দেওয়া হবে। নইলে জীবনে মেরে ফেলা হবে বলে মানিককে হুমকী অব্যাহত রাখে তারা।

এ ঘটনায় মানিক তাদেরকে ৩০ হাজার টাকা দেওয়ার স্বীকারও করে। কিন্তু টাকা দাবীকারীরা ৩০ হাজার টাকায় রাজি হয় না। এরই মধ্যে এ খবর এলাকা ছড়িয়ে পড়ায় ছিনতাইকারী ছেলেটি আটককারীরা তার মটরসাইকেলসহ সটকে পড়েন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেছে ভেবে আটককারী ব্যাক্তিরা ছিনতাইকারী মানিককে জনতার হাতে তুলে দিয়ে মটরসাইকেলটি নিয়ে কেটে পরেন। বিক্ষুপ্ত জনতা মানকিকে বেদম মারপিট করে ঘটনার দিন সন্ধার পূর্বেই মানিককে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনার কিছুক্ষন পরেই তারা মটরসাইকেলটি থানায় জমা দেন। এদিকে থানায় আটককৃত মানিকের সাথে সরাসরি যোগাযোগ করা হলে সে সংবাদকর্মীদের কাছে বলে, আজ থেকে ২/৩ বছর পূর্বে পঞ্চগড়ে একটি চুরির স্পটে পরিচয় ঘটে তুহিনের সাথে। সে একটি হিরো হোন্ডা চোরাই মোটরসাইকেল বিক্রি করবে মর্মে আমাকে ফোনে জানালে আমি ৩৫ হাজার টাকা নিয়ে আসি ঐ মটরসাইকেলটি ক্রয়ের জন্য। কিন্তু তুহিন ওর বউকে সাথে নিয়ে মটরসাইকেলটি অন্যত্র রেখে আমার সাথে দেখা করে প্রথমে তুহিনের বউকে দিয়ে আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে আমাকে উল্টো ফাঁসিয়ে ঐ মটরসাইকেল দেখিয়ে তিনজন লোককে তুহিন ফোনে ডেকে এনে আমার কাছে আরো টাকা দাবী করে। আমাকে জানে মেরে ফেলার হুমকী দিতে থাকে। সারাদিন আমাকে কখনও মটরসাইকেল কখনও পায়ে হেটে নির্জন এলাকায় নিয়ে গিয়ে আমাকে প্রচন্ড মারধর করে তারা। পরে জনতা মানিককে উদ্ধার করে থানায় এনে পুলিশের হাতে সোর্পদ করে। এ ব্যাপারে ডিমলা থানার সেকেন্ড অফিসার মোঃ শাহবুদ্দিন আহম্মেদ ও এসআই খুরশিদ আলম বলেন, ধৃত মানিককে আজ (০২ মে/১৭) জেল হাজতে প্রেরন করা হযেছে। এবং বাকী আসামীদের কে গ্রেফতার করার প্রকৃয়া অব্যহত রয়েছে।