Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২ মে, ২০১৭: 35অবিলম্বে বন্ধ থাকা সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের পদোন্নতিসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবীতে জামালপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পৌর শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পৌর শাখার সভাপতি সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, লুৎফর রহমান প্রমুখ। এসময় অবিলম্বে বন্ধ থাকা সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের পদোন্নতিসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের চেয়ে একধাপ নিচে বেতন নির্ধারণ প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবী জানান। একই দাবিতে বকশীগঞ্জে মানববন্ধন করেছে ৫ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
উপজেলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, সহ-সভাপতি আ.ন.ম বজলুর রশিদ, সহ- সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হিরু, সদস্য আতাবুজ্জামান হেলাল প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষক ও প্রধান শিক্ষকদের সকল দাবি দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।