খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২ মে, ২০১৭: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে আন্তঃনগর ট্রেনের পানির টেংকি থেকে ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ। সোমবার খুনলা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি সন্ধায় চিলাহাটি ষ্টেশনে এসে পৌচ্ছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিত্বে সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মোঃ আজাদ এর নেতৃত্বে ডিবির এসআই আব্দুল মমিন,রেলওয়ে থানার এএসআই শান্ত কুমার রায়, এএসআই আনিছ ও সদর জোনের এএসআই রেজাউল ইসলাম ওই ট্রেনের ছাদে তল্লাশি চালিয়ে ঞ বগির পানির টেংকি থেকে ফেন্সিডিলের বোতল গুলি উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি রেলওয়ের পুলিশ। স্থানীয় ব্যবসায়ী আনোয়ার জানান, দীর্ঘদিন থেকে আন্তঃনগর ট্রেনের পানির টেংকিতে ফেন্সিডিল আসছে। চিলাহাটি ষ্টেশনে ইতিপূর্বে একাধিকবার রেলওয়ের পুলিশ পানির টেংকি থেকে ফেন্সিডিল উদ্ধার করে নিয়ে গেছে। কোথায় থেকে আসছে, কিভাবে আসছে বহনকারী ট্রেনের কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা দরকার।