খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২ মে, ২০১৭: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত রবিবার সংবাদ প্রকাশের জেরে অবৈধভাবে চালানো এ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক মাহবুবুল হক দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়। জানা যায় গত ২৯ এপ্রিল শনিবার দৈনিক শেয়ার বিজ পত্রিকার ১১ পাতায় ” চাঁপাইনবাবগঞ্জে লাগামহীন কোচিং বাণিজ্য ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পরিকল্পিত ভাবে শেয়ার বিজ প্রতিবেদক ও জেলা স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ চৌধুরী ও ভোরের বার্তা প্রতিবেদক মেহেদী হাসান কে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। এরই প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা স্বাধীন প্রেসক্লাব এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আহত সাংবাদিক স্বাধীন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, ভোরের বার্তা প্রতিবেদক মেহেদী হাসান, বাংলাদেশ মানবাধিকার কমিশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহাজামাল, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান, সাধারন সম্পাদক ও মাই টিভি’র জেলা প্রতিনিধি তারেক আজিজ, সাংগঠনিক সম্পাদক নাদিম হোসেন, সাংবাদিক রবিউল আলম ও আতিকুল্লাহ আরিফ। মানববন্ধনে বক্তারা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবৈধ কোচিং সেন্টার বন্ধের দাবী জানান।
মানববন্ধন শেষে সাংবাদিক নির্যাতনের সুবিচার ও কোচিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে জেলা প্রশাসকের হাতে স্বারকলিপি প্রদান করা হয় । এ রিপোর্ট লিখা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দায়িত্ব প্রাপ্ত শিক্ষা ও আইসিটি, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর অনুলিপি প্রদানের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।