খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২ মে, ২০১৭: রাজশাহীতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে ড়শ পহভসযভা সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের আয়োজনে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি গভ. ল্যাবরেটরী স্কুল থেকে শুরু হয়ে রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিভাগীয় কমিশনার নূর উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। স্বাগত বক্তব্য দেন, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ মনিরুল আলম। সভাপতিত্ব করেন, যুগ্ম শ্রম পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স রাজশাহী ও রংপুর বিভাগের মোহাম্মদ আমিনুল হক। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ একটি র্যালির আয়োজন করেন। র্যালিতে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর শ্রমিক লীগের সভাপতি বদরুজ্জামান খায়ের প্রমুখ।