খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের উপায় নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। এ সময় তারা ‘মার্কিন-রুশ’ সম্পর্ক স্বাভাবিক করার ওপর জোর চেষ্টা চালানোর ব্যাপারে একমত হয়েছেন।
ক্রেমলিন ও হোয়াইট হাউজ জানিয়েছে, প্রায় এক মাস পর মঙ্গলবার ট্রাম্প ও পুতিন টেলিফোনে আলাপ করেছে। দুই রাষ্ট্রপ্রধানের এই টেলিফোন আলাপ ছিল ফলপ্রসু।
হোয়াইট হাউজ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার দূর্দশা অনেক দিন ধরে চলে আসছে এবং সহিংসতা বন্ধের জন্য সকল পক্ষকে সাধ্যমত চেষ্টা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিন একমত হয়েছেন।
এতে বলা হয়, ‘আলোচনা ছিল বেশ ফলপ্রসু এবং এর মধ্যে মানবতার জন্য শান্তি ফিরিয়ে আনতে নিরাপদ এলাকা পুনরুদ্ধার অথবা নিরাপত্তা নিশ্চিত ও অন্যান্য কারণের কথা আলোচনা হয়েছে।’
ক্রেমলিন জানিয়েছে, দুই প্রেসিডেন্ট আগামী জুলাইয়ে জার্মানির হামবুর্গে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হতে রাজি হয়েছেন।
টেলিফোনালাপকে গঠনমূলক আখ্যায়িত করে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধৈর্য ধরার আহ্বান জানান। দুই নেতা প্রায় দু’সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন। তারা সিরিয়ার চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিয়ে দেশটির জন্য প্রকৃত শান্তি প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছেন।