Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা স্বাধীন মতপ্রকাশের অন্তরায় বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার দুপুরে সচিবালয়ে ৫৭ ধারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘এই ধারাটি নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলের উদ্বেগ লক্ষ করছি। আমরা একটা ডিজিটাল নিরাপত্তা আইন করতে যাচ্ছি। এই আইনে ধারাটি বিলুপ্ত করা হবে। নতুন আইনের মাধ্যমে মানুষের যে উদ্বেগ আছে তা দূর হবে।’

সম্প্রতি আহমেদ রাজু নামের এক সাংবাদিককে ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়। এর আগেও কয়েকজন একই ধারায় গ্রেপ্তার হন। এই বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী, ‘যাতে অবিচার না হয়, তারা ন্যায়বিচার বঞ্চিত না হন, সেজন্য সচেষ্ট থাকব।’