খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদী পুর ইউনিয়নে অক্রোশ মূলক ভাবে মোঃ শরীফ হাসানের ক্রয়কৃত জমিতে লাগানো ইরি বোর ধান ক্ষেতে প্রতিপক্ষরা বিষাক্ত কেমিকেল দিয়ে পুড়িয়ে দিয়েছে ধানক্ষেত।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলদী পুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের ম্ঃো আইয়ুব আলীর পুত্র মোঃ শরীফ হাসান এর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত -৫ , ফুলবাড়ী, দিনাজপুরে দায়ের কৃত মামলার সূত্রে জানাযায় আলাদীপুর ইউপির প্রান কিশোর রায়ের পুত্র শ্রী রমানাথ রায়ের নিকট থেকে আলাদীপুর মৌজার জে এল নং-৩৭, খতিয়ান নং- সি এস/ এস এ -২৩৩, দাগ নং -১৩৮১/১৫৩৭ এর থেকে ৮৩ শতক জমি গত ১৫/১২/২০১৬ ইং তারিখে ফুলবাড়ী সাবরেজিষ্টার অফিসে কবলা দলিল মূলে রেজিষ্ট্রিনেন। যাহার দলিল নং-৫১২০ তারিখ -১৫/১২/২০১৬ ইং । জমি ক্রয় করার পর কৃষক শরিফ হাসান তফশীল বর্ণিত সম্পত্তির খাজনা খারিজ প্রদান করে ভোগ দখল করে আসছেন। গত ২৭/০৪/২০১৭ ইং তারিখে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ভিমলপুর গ্রামের সুলতান আহম্মেদ প্রামানিক (৫০) হাতেম উদ্দিন প্রামানিক (৪৮), হাসান উদ্দিন প্রামানিক (৪৬), ফারুখ রহমান প্রামানিক (৪৪), সর্ব পিতা মৃত আব্দুর রহমান প্রামানিক , মেহেরাব আলী প্রামানিক এর পুত্র মোঃ দুলাল প্রামানিক(৫৫), মৃত রতিশ প্রামানিক এর পুত্র শ্রী রাধা মহন (৩৮) , শ্রী রাধা মহন এর পুত্র শ্রী মহাদেব গ্যংরা দলবদ্ধ হয়ে বিষাক্ত কেমিকেল ভর্তি স্পে-মেশিন ও লাঠি সোটা নিয়ে জমিতে গিয়ে বিষাক্ত কেমিকেল মিশিয়ে তার ক্রয়কৃত জমিতে লাগানো ইরি বোর ধান পুড়িয়ে দেয়। এ সময় কৃষক মোঃ শরীফ হাসান ও তার এলাকার লোকজন দাড়িয়ে দেখেন। এ সময় তার কিছুই করার ছিল না । এতে তার প্রায় ৭০হাজার টাকার ক্ষতিসাধন হয়।
এ ব্যাপারে মোঃ শরীফ হাসান বাদী হয়ে ১০জন কে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত -৫ , ফুলবাড়ী, দিনাজপুরে মামলা করেন।যাহার মামলা নং-সি, আর ৫২/১৭। ঐ কৃষক জানান প্রতিপক্ষরা আমার ক্রয়কৃত জমিতে বিষাক্ত কেমিকেল দিয়ে ধান ক্ষেত ক্ষতিসাধন করায়। আমি ন্যয় বিচার চাই।