খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: নাটোরের নলডাঙ্গায় আদিবাসীদের বাড়ীঘর উচ্ছেদ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে আদিবাসী নারী-পুরুষ।
বুধবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে নির্যাতিত নারী পুরুষ সহ বিভিন্ন এলাকার আদিবাসীরা এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী নেতা নরেশ ওরাও, রমানাথ মাহাতো, প্রদীপ লাকড়াসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এসময় আদিবাসী নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠ তদন্ত সহ দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তি ও পুর্নবাসনের দাবী জানান।
উল্লেখ্য, গতকাল নলডাঙ্গা উপজেলার মাধনগর কলেজ সংলগ্ন সরকারী জমিতে দীর্ঘ প্রায় শত বছর ধরে বসবাসরত ১৫ পরিবারকে আদালতের নির্দেশে উচ্ছেদ করে পুলিশ । এসময় বসতভিটা গুড়িয়ে দেয়া হয়।