খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: পঞ্চগড়ের আটোয়ারীতে জমির ভূয়া খারিজের অভিযোগে ভ্রাম্যমান আদালতে একজনের কারাদন্ড হয়েছে। জানা যায়, মঙ্গলবার (২ মে) বিকেল ৫ঘটিকায় আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে জমির ভূয়া খারিজ দিয়ে জমি রেজিস্ট্রি করতে গিয়ে উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী গ্রামের মৃত হগলু বর্মনের ছেলে যতীন্দ্র নাথ বর্মন হাতে নাতে ধরা পরে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামী তার দোষ স্বীকার করেন। ভ্রাম্যমান আদালত আইন ২০০৯ এর ৭(২) ধারার বিধান মতে টাউট আইন ১৮৭৯ এর ৩৬ {২(ক)(৬), ২(ক)(৮)}ধারায় দোষী সাব্যস্ত করে যতিন্দ্র নাথ বর্মনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।